Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে চার জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে চার জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। জুয়া আইনে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ গোলাম কবির জানান, শনিবার (২০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় জুয়ার আসর থেকে তেঁতুলিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে মুজিবর বিশ্বাস, আলাউদ্দীনের ছেলে বজলুর রহমান, ফকরাবাদ গ্রামের সোবহান গাজীর ছেলে জাহিদ গাইন ও বারি গাজীর ছেলে নুরুল আলম কে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় থানায় জুয়া আইনে ১২(৬)২০২০ নং একটি মামলা রুজু করে রবিবার ধৃত ব্যক্তিদের বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version