Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে গ্রাম আদালত সহকারীদের মাসিক কর্মী সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে গ্রাম আদালত সহকারীদের মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, ওয়েভ ফাউন্ডেশন ও ইউএনডিপি’র সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রকল্পের অগ্রগতি বর্ণনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দীন। আশাশুনির সকল ইউনিয়নের গ্রাম আদালত সহকারীর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা, স্বাস্থ্যবিধি ও মাঠ পর্যায়ে সচেতনতা (মাস্ক ব্যবহার ও শারীরিক দুরত্ব বজায় রাখা) সৃষ্টি করা, স্বাস্থ্যবিধি মেনে চলে মামলা গ্রহণ, নিষ্পত্তি ও শুনানি কার্যক্রম পরিচালনা করার বিষয় নির্দেশনা প্রদান করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version