জুন ২৯, ২০২০
আশাশুনিতে অধিপরামর্শক ফোরাম গঠিত
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় এলাকা জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেখানে ক্রমবর্ধমান হারে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। সাইক্লোন, জলোচ্ছ¡াস, বেড়ি-বাঁধ ভাঙন, অধিক বৃষ্টিপাত, অনিয়মিত বৃষ্টিপাত, খরা ও লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি নিত্যদিনের সঙ্গী। উপকূলীয় এলাকার জনগণ বিভিন্ন সময়ে তাদের স্থানীয় সমস্যা নিয়ে দাবি উঠালেও উপক‚লীয় জনগণের সমস্যা সমাধানে সেটা তেমন কোন ভূমিকা রাখেনি। উপকূলীয় এলাকার জনগণের দাবি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে তুলে ধরতে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড’র সহযোগিতায় ‘জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমের’ উদ্যোগে আশাশুনিতে কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জলবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শক ফোরাম গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি রনজিৎ বৈদ্য, প্রেসক্লাবের সেক্রেটারি সমীর রায়, প্রোগ্রাম অফিসার সুলতানুজ্জামান সুলতান, সমাজসেবক তহমিনা রহিম, বিমল কৃষ্ণ মন্ডল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল হান্নানকে আহŸায়ক, জিএম আল ফারুক, রনজিৎ কুমার বৈদ্যকে যুগ্ম আহŸায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 8,742,261 total views, 2,603 views today |
|
|
|