নিজস্ব প্রতিনিধি : ভারত থেকে মাদকের চালান আনতে না পেরে এবং হুন্ডি ব্যবসায়ীদের পাওনা টাকা শোধ করতে ব্যর্থ হয়ে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সাতক্ষীরার দেবহাটায় রাকেশ বিশ্বাস (৩০) নামের এক মাদক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। সে দেবহাটা উপজেলার ভাতশালা গ্রামের মুকুল বিশ্বাসের ছেলে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ভাতশালা গ্রামের তার ঘরের ভিতর থেকে ঘরের চালের সাথে গলায় প্লাস্টিকের নেট দিয়ে ঝুলন্ত অবস্থায় রাকেশের লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় বাড়ি হওয়ার সুবাদে নিয়মিত ভারত থেকে মাদক চোরাচালান ও মাদকের ব্যবসা চালিয়ে আসতো রাকেশ। ইতোপূর্বে ফেন্সিডিলের চালানসসহ র্যাব সদস্যদের হাতে আটকও হয় সে। ছাড়া পেয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে সে। উপজেলার পারুলিয়ার বেশ কিছু কালোবাজারি ব্যক্তিদের সাথে মাদক চোরাচালান ও হুন্ডির টাকা সংক্রান্ত লেনদেনও রয়েছে তার। সাম্প্রতিক কিছুদিন পূর্বে দেবহাটা থানা পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল রাকেশ বিশ্বাস। ফলে ভারত থেকে মাদকের চালান না আনতে পারায় মাদক ও হুন্ডি ব্যবসায়ীদের পাওনা টাকা শোধ করতে না পেরে মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সে।
এরই মধ্যে অন্যান্য মাদক ব্যবসায়ী ও হুন্ডি ব্যবসায়ীরা তাদের টাকা ফেরত দেয়ার জন্য রাকেশকে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে সোমবার রাতের কোন এক সময়ে রাকেশ বিশ্বাস নিজের ঘরের চালের সাথে প্লাস্টিকের নেট দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, রাকেশ বিশ্বাসের মরদেহটি উদ্ধার পরবর্তী ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।