জুন ২৯, ২০২০
সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত সেই ঝুঁকিপূর্ণ বাধ সংস্কার শুরু
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশের পর সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারে সেই মারাত্মক ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাধ সংস্কারের কাজ শুরু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বাধ সংস্কারের কাজ পরিদর্শন করেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল, ইউপি সচিব বিশ্বজিত ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পত্রিকায় সংবাদ প্রকাশের পরই আশাশুনির পানি উন্নয়ন বোর্ড ২শ’ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদার বাধ সংস্কারের দ্রæত পদক্ষেপ গ্রহণ করেন। খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের তত্ত¡াবধানে প্রথমেই মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। উভয় পাশে ২০ ফুট ¯øভ এবং প্রস্থ ১০ ফুট মাটি ভরাটের পরে জিও ব্যাগে বালু ভরে বাধের কাজ করা হবে। এছাড়াও সেখানে প্রতিদিন ৩০ জন শ্রমিক পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ বাধে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে চলেছে। বাধটি সংস্কারের কাজ শুরু হওয়ার সাথে সাথে ভুক্তভোগী খাজরা রাজবংশীপাড়সহ সংশ্লিষ্ট গ্রামবাসীরা নতুন করে বেচে থাকার স্বপ্ন দেখছেন বলে জানিয়েছেন। খাজরা ইউপি চেয়ারম্যান জানান, আশাশুনি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ওয়াপদার বাধ সংস্কার শুরু করা হয়েছে। আমরা বাধের কাজ দ্রæত এগিয়ে নিতে সচেষ্ট আছি। আরো বরাদ্দ পেলে অবশিষ্ট ঝুঁকিপূর্ণ বাধের কাজ করতে পারব। প্রসঙ্গত. ঘূর্ণিঝড় আম্পানের তাÐবে কপোতাক্ষ নদের পানির ঢেউয়ের তোড়ে খাজরা রাজবংশী পাড়া ও খাজরা বাজার সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝড়ের বেশ কিছুদিন পার হলেও সংস্কারের কোন উদ্যোগ না দেখে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ পরিবেশন করা হয়। 7,988,343 total views, 110 views today |
|
|
|