মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম বন বিভাগের যৌথ অভিযানে অভয়ারণ্য এলাকা থেকে ২ মণ জাটকা ইলিশ ও ২ টি মাছ ধরার নৌকা সহ ২৫ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে সুন্দরবনের মালঞ্চ নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই ভোলা জেলার বোরহান উদ্দিন থানার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। ওসি দোবেকী, দেওয়ান মিজানুর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর একটা টহল টিম তাদেরকে আটক করে।
এসময় জেলেদের কাছ থেকে নিষিদ্ধ ফাইবার জালসহ অন্যান্য মালামাল জব্দ করেছে বন বিভাগ। নিয়মিত বন আইনে মামলা দিয়ে শনিবার (১৩ জুন) সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান বলেন, ‘দুটি মাছ ধরার নৌকা ও ২৫ জন অবৈধ জেলে আটক করা হয়েছে। সাথে ২ মণ জাটকা ইলিশ, ৪ মণ ছোট সাইজের সাদা মাছ জব্দ করা হয়েছে’।
তিনি আর বলেন, ‘এখন সাগরে মাছ মারা নিষিদ্ধ। তারপরও তারা মাছ শিকার করে পরে কোস্ট গার্ডের তাড়া খেয়ে সুন্দরবনে ভিতরে ঢুকেছিল। পরে আমরা তাদের আটক করতে সক্ষম হই’।