Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় নতুন করে ৫ জন করোনা শনাক্ত: জেলায় আক্রান্ত ৫৩

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হুহুকরে বাড়ছে করোনা রোগী। ঈদের পর থেকে প্রতিদিনই করোনা পজেটিভ রোগী শনাক্ত হচ্ছে। জেলায় আজ নতুন করে আরো ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। রবিবার দুপুর আড়াইটায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্ট এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় এ পর্যন্ত মোট ৫৩ জন করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত পাঁচ জন হলেন, তালা উপজেলার খালশখালী গ্রামের সুমি বেগম(২৬,শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলা এলাকার কায়কোবাদ হোসে(৩৪), কলারোয়া উপজেলার খোর্দ্দ গ্রামের কৃপা তরফদার(২৪), সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মুনতাছির মামুন(৩৮) ও আসমা খাতুন(২৩), তার গ্রামের ঠিকানা দেয়া হয়নি।
এদিকে, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৪৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৭৪৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ৫৩ জনের পজিটিভ ও বাকী সব রিপোর্ট নেগেটিভ এসেছে। লক ডাউন করা হয়েছে শতাধিক বাড়ি। এছাড়া লক ডাউন করা হয়েছে দেড় শতাধিক বাড়ি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি জানান, দুপুর আড়াইটায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো রিপোর্টে উক্ত ৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এদিকে সমাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যাবহার, নির্ধারিত সময় পর্যন্ত দোকান পাট খোলা রাখা, আন্ত জেলার সীমান্তে চেক পোষ্ট গণপরিবহনে যাতায়াতে সাবধানতা অবলম্বন কোন কিছুই মানছে না মানুষ। ঘূর্ণিঝড় আম্ফানের পর করোনায় স্বাস্থ্য বিধি মানতে ভ‚লে গেছে জেলার সর্বস্তরের মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version