জুন ২১, ২০২০
সাতক্ষীরায় দরিদ্র, কর্মহীন হিজড়া ও এমএসডব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সাতক্ষীরা লাইট হাউসের দরিদ্র, কর্মহীন হিজড়া ও এমএসডব্লিউদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে সারা বিশ্বের মতো বাংলাদেশও কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারি মোকাবেলা করছে। এর প্রত্যক্ষ প্রভাব দেশের দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে যৌন সংখ্যালঘু (পুরুষ যৌনকর্মী, হিজড়া) জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক। লাইট হাউস সারা দেশের মত সাতক্ষীরাতেও করোনা মহামারি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। অন্যান্য সেবার পাশাপাশি এই মহামারি সময়ে লাইট হাউস তাদের খাদ্য নিরাপত্তা নিয়েও কাজ করছে। 7,969,939 total views, 3,573 views today |
|
|
|