Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় একদিনের ব্যবধানে করোনায় প্রাণ গেলো দম্পতির

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকায় একদিনের ব্যবধানে মহামারি করোনা ভাইরাসে দম্পতির প্রাণহানির ঘটনা ঘটেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সোমবার (২৯ জুন) দুপুরে সখিনা খাতুন (৭০) নামের ওই বৃদ্ধা সুলতানপুর কাজীপাড়ায় নিজ বাড়িতে মারা যান। এর আগে রোববার সকালে তার স্বামী কাজী আব্দুল মতিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দম্পতি সাতক্ষীরা জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুর পিতা-মাতা ও সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসানের শ্বশুর ও শাশুড়ি।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, জ্বর ও শ্বাস কষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গ দেখা দিলে গত কয়েকদিন আগে তাদের স্বামী-স্ত্রী দুজনেই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরপর গতকাল তাদের দুজনেরই নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গতকাল ওই নারীর স্বামী করোনা আক্রান্ত হয়ে মারা যান। এরপর আজ দুপুরে ওই নারী নিজেও মারা যান।

তিনি আরো জানান, তাদের দুজনকেই মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার জন্য বলা হলেও তারা সেখানে না ভর্তি হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই কর্মকর্তা জানান, ইতিমধ্যে করোনা আক্রান্তদের বাড়ি লক ডাউন করা হয়েছে। সাতক্ষীরায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৯ জনসহ মোট ১শ’ ৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version