Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরার মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবাররা দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ও জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নিকট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এ চেক প্রদান করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় এমপি রবি বলেন, ‘দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জাতি তাদেরকে অনেক সম্মানিত করেছে। দেশ আজ প্রাণঘাতী করোনা ভাইরাসের করণে কঠিন সময় পার করছে। করোনা ভাইরাসের কথা বিবেচনা করে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা দেশের মানুষের সহযোগিতার জন্য জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ৩ লক্ষ টাকার চেক প্রদান করে বীর মুক্তিযোদ্ধারা আবারও প্রমাণ করল তারা দেশ ও দেশের মানুষের জন্য সব সময় পাশে আছে। জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বীর মুক্তিযোদ্ধারা অনেক কিছু নিয়েছে। আজ তারা দেশের জন্য মানবতার জন্য পাশে দাঁড়াল’। এ সময় বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) মীর রিয়াছাত আলী (ক্যাপ্টেন রাজা), জেলা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version