নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেছেন, চাকুরী জীবনের সবচেয়ে সুন্দর জেলার নাম সাতক্ষীরা, এখানকার মানুষের ব্যবহারে আমি মুগ্ধ, কখনও ভোলা যাবেনা সাতক্ষীরাকে, চেষ্টা করেছি সেরা সার্ভিসটা দেয়ার। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত বিদায়ী সংবধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নূর ইসলাম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা সম্পাদক মহসিন হোসেন বাবলু, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আ.ন.ম আবু নাসের মো. আবু সাঈদ, আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক সাধারন মোহাম্মদ আলী সুজন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এবিএম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক আবুল কালাম, কামরুল হাসান, এম রফিক, এম ঈদুজ্জামান ইদ্রিস, শহিদুল ইসলাম, মহিদার রহমানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, একজন দক্ষ ও মিডিয়াবান্ধব পুলিশ অফিসার হিসেবে মোহাম্মদ ইলতুৎ মিশ সাতক্ষীরায় দায়িত্বপালন করেছেন। বক্তারা তার চাকুরীজীবনে উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
উল্লেখ্য, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইলতুৎ মিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার হিসেবে বদলী হয়েছেন।
সাতক্ষীরার মানুষকে কখনও ভুলবো না: প্রেসক্লাবের সংবর্ধনা অনুষ্ঠানে ইলতুৎ মিশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/