Site icon suprovatsatkhira.com

সাংবাদিক রায়হানের পিতার মৃত্যুতে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার : সাংবাদিক আবু রায়হান এর পিতা মিজানুর হায়দার (৪৮) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝাউডাঙ্গা প্রেসক্লাব। আবু রায়হান ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সদস্য। গত বৃহস্পতিবার বিকালে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর হায়দার মারা যান। সদর উপজেলার মাধবকাটি নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক পিতার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শেখ খায়রুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি হুমায়ন কবীর মিরাজ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন, নাজমুল শাহাদাৎ জাকির, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, অর্থ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, দপ্তর সম্পাদক মিলন হোসেন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মামুনুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন পলি, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, শাহারিয়া হোসেনসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version