জুন ১৩, ২০২০
সংখ্যালঘুর দোহাই দিয়ে দুটি পরিবারকে উচ্ছেদের চেষ্টাকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : তালার মাদরায় সংখ্যালঘু পরিবারের দোহাই দিয়ে দুটি মুসলিম পরিবারকে উচ্ছেদের চেষ্টাকারী হিরন্ময়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাদরা গ্রামের মৃত হোসেন আলী গাজীর পুত্র আলমগীর গাজী এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন অসহায় দরিদ্র কৃষক। মাদরা গ্রামে শুধুমাত্র আমাদের দুই ভাইয়ের পরিবার ছাড়া আর কোন মুসলিম পরিবারে সেখানে বসবাস করে না। আমাদের পিতার মৃত্যুর পর আমি এবং বড়ভাই জাহাঙ্গীর পৈতৃক সম্পত্তিতেই বসবাস করি। আমাদের চারপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। দীর্ঘদিন এলাকার হিন্দু সম্প্রদায়ের সাথে মিলেমিশে ভাইয়ের মত বসবাস করলে সম্প্রতি খুঁটিনাটি বিষয়ে আমার প্রতিবেশীদের সাথে সমস্যা হলেই পার্শ্ববর্তী হরিপদ মন্ডলের পুত্র হিরন্ময়ের নেতৃত্বে এক ডজনের বেশি মাদক ও অবৈধ অস্ত্রধারী প্রতিনিয়ত হুমকি-ধামকি, মাছের ঘের সহ ফসলের ক্ষয়ক্ষতি করে, ৪০ বছরের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ৪ মাসে ৪ থেকে ৫ দফায় মাদরার আমাদের দুই পরিবারের উপর হামলা চালিয়েছে। গত ৯ জুন তারিখে সর্বশেষ হিরন্ময়ের নেতৃত্বে মৃত বকুল বাছাড়ের পুত্র সোনাতন বাছাড়, বিশ্বনাথ মন্ডলের পুত্র অজিত মন্ডল, বিধান মন্ডলের পুত্র পলাশ মন্ডল, নীলকণ্ঠ মন্ডলের পুত্র শেখর মন্ডল, গোবিন্দ মন্ডলের পুত্র হেমন্ত মন্ডল, রবিন মন্ডলের পুত্র অলোক মন্ডলসহ ৪০/৫০ জন আমার এবং আমার ভাই জাহাঙ্গীরের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা পয়সাসহ মালামাল লুট পাট করে নিয়ে যায়। সেখানে আমার পক্ষে কোন লোক না থাকায় একই উপজেলার দলুয়া এলাকায় বসবাসকারী আমার আত্মীয়দের বিষয়টি জানালে সমাধানের লক্ষে আমার আত্মীয় গণি সরদারের পুত্র শান্ত সরদার, সালাম সরদারের পুত্র সাকিল সরদার, সাত্তার সরদারের পুত্র শিমুল সরদার ও নাসির সরদারের পুত্র রাব্বি সরদার আমার বাড়িতে উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু খবর পেয়ে হিরন্ময়ের নেতৃত্বে সেখানে এসে ৫/৬টি মোটরসাইকেল ভেঙে গুঁড়িয়ে দেয়। তাদের হামলায় আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া কেন মীমাংসার জন্য সেখানে লোকজন আসলও মর্মে হুমকি-দিয়ে আমার এবং আমার ভাই জাহাঙ্গীরের বাড়ি ঘর ভাঙচুর করে। আমার বড় ভাবী এবং আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে। তাদের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তালা থানায় আমি অভিযোগ দিলেও পুলিশ অজ্ঞাত কারণে সে মামলা গ্রহণ করেনি। হিরন্ময়ের নেতৃত্বে আমাদের বাড়িঘর ভাঙচুর করা হলো। অথচ উল্টো তাদের অত্যাচার করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচার করা হয়। সেখানে আমরা মাত্র দুইটি পরিবার বসবাস করি। আর চারপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষ। অথচ আমাদের কাছে নাকি তারা জিম্মি। আমরা দুই ভাই অসহায় নিরীহ কৃষক। তাদের জিম্মি করা বা তাদের সাথে লড়াই করা আমাদের পক্ষে অসম্ভব। প্রকৃতপক্ষে আমরা দুই ভাই তাদের কাছে জিম্মি। তারা যে কোন সময় আমাদের খুন জখম করে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারে। তাদের অত্যাচারে আমরা দুই ভাই অতিষ্ঠ হয়ে পড়েছি। তাদের উদ্দেশ্যে আমাদের সেখান থেকে উচ্ছেদ করতে পারলে পুরো গ্রামের মধ্যে কোন মুসলমান থাকবে না। এ কারণেই হিরন্ময়ের নেতৃত্বে একের পর এক তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ওই সন্ত্রাসীদের হাত থেকে দুইটি পরিবারের রক্ষার জ্য সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। 8,006,770 total views, 1,670 views today |
|
|
|