নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে ১৫ দিন যাবৎ রহস্যজনকভাবে মর্জিনা খাতুন (২২) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। তিনি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেন’র (২৮) স্ত্রী ও কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের টুপদিয়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর ভাই বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
নিখোঁজ ওই গৃহবধূর ভাই ওসমান গণি (২৭) জানান, গত তিন বছর পূর্বে শ্যামনগর উপজেলার মৃত আমজাদ হোসেনের ছেলে জাকির হোসেনের সাথে তার বোন মর্জিনা খাতুনের বিয়ে হয়। তাদের সংসারে মাহফুজ হোসেন নামে ১৪ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকে তার বোনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতো ভগ্নীপতি জাকির হোসেনসহ শ্বশুর বাড়ির লোকজন। গত কয়েক মাস যাবৎ তার বোনের উপর অমানুষিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে গত ৬ জুন থেকে তার বোনের সন্ধান পাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে নিখোঁজ গৃহবধূর স্বামী জাকির হোসেন’র কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, গত ৬ জুন সকালে তার স্ত্রী মর্জিনা খাতুন ডাক্তার দেখানোর নাম করে শিশু সন্তান মাহফুজকে ঘুম পাড়িয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। ওই দিন সন্ধ্যায় শ্যামনগর থানায় জিডি করেন বলে তিনি জানান।
এ ব্যাপারে জানাতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদার কাছে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
শ্যামনগরে ১৫ দিন ধরে গৃহবধূ নিখোঁজ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/