নিজস্ব প্রতিনিধি : ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী।
এ সময় তিনি বলেন, করোনা মহামারির মধ্যে বর্তমান সময়ে বৃষ্টির কারণে আমাদের বাড়িতে জমে থাকা পানি থেকে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, সেটা হতে পারে আমাদের আরো একটা চিন্তার কারণ। সুতরাং প্রতিদিন আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার করতে হবে, এছাড়া আমাদের প্রতিবেশীদের করোনার পাশাপাশি ডেঙ্গু বিষয়ে সচেতন করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সুমন, কার্যনির্বাহী সদস্য রনঞ্জিত বর্মন, বারসিক কর্মকর্তা গাজী আল ইমরান, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন মিঠু, সিডিও ইয়ুথ টিম উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সদর ইউনিট সভাপতি আনিসুর রহমান মিলন, কলেজ ইউনিট সভাপতি নাইম, সাধারণ সম্পাদক আহাদুল্লাহ তরফদার সহ সিডিও ইয়ুথ টিমের উপজেলা ও বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।