জুন ২২, ২০২০
শ্যামনগরে চৌবাচ্চায় চুবিয়ে গৃহবধূ হত্যার চেষ্টা
শ্যামনগর অফিস : পারিবারিক কলহের জেরে আপন জা’কে জুতোপেটা করার পর চৌবাচ্চার পানিতে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড় এলাকায় এ ঘটনার পর থেকে আহত গৃহবধূ মোছা. সালমা খাতুনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সালমা খাতুন অভিযোগ করেন পরিবারের অন্যদের নিষেধ অমান্য করে সাত বছর আগে তার মেজ দেবর জাহাঙ্গীর হোসেনের সম্মতিতে জাহিদ হোসেন তাকে বিয়ে করেন। বিবাহ পরবর্তী শ্বশুরালয়ে আসার পর থেকে স্বামীর অপরাপর ভাইসহ ভাইদের বউরা তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। সালমা খাতুনের অভিযোগ শুধুমাত্র পরিবারের পরামর্শ অগ্রাহ্য করে বিয়ে করার অপরাধে ইতিপূর্বে একাধিকবার স্বামীর ভাইসহ জা’রা তাকে নানাভাবে কটু কথা বলা থেকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তিনি জানান একইভাবে গত শুক্রবার দুপুরের পর ইচ্ছাকৃতভাবে তারই জা খুলশাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা আক্তার বিলকিস খাতুন তাকে ক‚রুচিপূর্ণ কথাবার্তা বলতে শুরু করে। এসময় কথার উত্তর দেয়া মাত্রই শিক্ষিকা বিলকিস খাতুন পায়ের জুতা খুলে তার ডান চোয়ালে স্বজরে বাড়ি মারে। সময় ডান কান থেকে অলংকার খুলে যাওয়ায় তিনি পাশের চৌবাচ্চার মধ্যে তা খুঁজতে থাকার সুযোগে বিলকিসসহ তারই অপরাপর জা শাহানারা ও সাথীসহ কয়েকজন তার গলা ধরে মুখ মন্ডল পানির মধ্যে চুবিয়ে ধরে হত্যার চেষ্টা চালায়। জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টায় একবার মুখ বের করে চিৎকার দেয়ার পর প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বলেও তিনি জানান। পরবর্তীতে তার স্বামী জাহিদ হোসেন বাড়িতে ফিরে তাকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে তিনি দাবি করেন। গৃহবধূ সালমা খাতুনকে মারধরসহ চুবিয়ে হত্যা চেষ্টার বিষয়ে প্রধান অভিযুক্ত ফারাহানা আক্তার বিলকিস বেগমের স্বামী জাকির বলেন, ভাই ভাই একই পরিবারে থাকলে কমবেশি ঝামেলা থাকে। বড় ভাইয়েরা রয়েছে তাদের সাথে কথা না বলে আমি কোন কথা বলতে পারব না। 8,017,238 total views, 2,291 views today |
|
|
|