শ্যামনগর অফিস : শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে সমাজসেবা অফিসার সাহিদুর রহমান এককালীন দশ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন।
এ সময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবার অনুদানের অর্থ তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণে যথেষ্ট সহায়ক বলে মনে করেন।