জুন ১২, ২০২০
শ্যামনগরের তিন ইউনিয়নের ৫’শ পরিবারে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত শ্যামনগরের তিনটি ইউনিয়নের হতদরিদ্র ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কাশিমাড়ি মাদানী ফাউন্ডেশন মাঠে উক্ত ত্রাণ বিতরণের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, শ্যানগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. সোলায়মান বারী, জেলা বিএনপির সদস্য সদস্য আশেক ইলাহি মুন্না, মহিলা দলের নেত্রী নুরজাহান পারভীর ঝর্ণা, উপজেলা যুবদল সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দুলু প্রমুখ। উপজেলার কাশিমাড়ি, গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের হতদরিদ্র ৫শ’ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বক্তারা এ সময় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব অর্থায়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে এই ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 8,948,276 total views, 4,026 views today |
|
|
|