জুন ২৩, ২০২০
শার্শায় পুলিশসহ দুই জনের করোনা পজিটিভ
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশসহ আরো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ জন। মঙ্গলবার (২৩ জুন) বিকালে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তরা হলেন, শার্শা থানার সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) গোলাম নবী ও উপজেলার সদর ইউনিয়নের নাভারণ-কাজিরবেড় গ্রামের সাংবাদিক সেলিম রেজার ছেলে আবু হুরায়রা জয়। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে গত রবিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ২ জনের নমুনায় করোনা পজিটিভ হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এবং তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। 8,022,480 total views, 40 views today |
|
|
|