জুন ২১, ২০২০
শার্শায় নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৪ জন। আক্রান্তরা হলেন, বেনাপোল পৌরসভার বড় আঁচড়া এলাকার জীবন কুমার ও দূর্গাপুর গ্রামের ফারুক আহমেদ এবং শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্য সহকরী ও সুমন নামে একজন স্বাস্থ্য কর্মী। শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলায় এই নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ জন। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়েছেন। বাকিরা বাড়িতে ও হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। 8,027,196 total views, 989 views today |
|
|
|