Site icon suprovatsatkhira.com

রমজাননগরে জেলেদের মাঝে চাল বিতরণ

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১ হাজার ৯শ’ ৭০ জন কার্ডধারী জেলেদের মাঝে সরকারি বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১৪ জুন) সামাজিক দুরুত্ব বজায় রেখে ইউনিয়ন পরিষদ চত্বর, কৈখালী কোস্ট গার্ড অফিস প্রাঙ্গণ ও পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে মাথা পিছু ৫৬ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় রমজাননগর ইউনিয়নের ট্যাগ অফিসার, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, প্যানেল চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য বাবু পতিত পবন, আব্দুল হামিদ লাল্টু, মো. সোহরাব হোসেন, মো. মহাসীন গাজী, মো. ফারুক মোড়ল, ইউপি সচিব মো. মহাসীন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version