নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের ১১নং রতনপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও কাটুনিয়া গ্রামের মৃত কওছার আলী গাজীর ছেলে জিএম মুজিবুর রহমান (৫৮) আর নেই। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৬ টার দিকে তিনি কাটুনিয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। স্ট্রোকজনিত কারণে তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইজড অবস্থায় নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০১১ সালে জিএম মুজিবুর রহমান রতনপুর ইউপি’র চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২ বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা, দুলাবালা (হাসেমীনগর) ও রাজবাড়ী ভূমিহীন পল্লী গঠনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গঠনে ভূমিকা পালন করেন। বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।