Site icon suprovatsatkhira.com

যে কোন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত: আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক: যে কোন দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহম্মেদ।

বৃহস্পতিবার (১১ জুন) সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে সাতক্ষীরা সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকে সেনাবাহিনীর সদস্যরা মানুষকে সচেতন করছে।এটি অব্যহত থাকবে। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত চার শতাধিক ঘর নির্মাণ করে দিয়েছে সেনা সদস্যরা। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারে কাজ শুরু করেছে সেনাবাহিনী সদস্যরা। সরকার চাইলে উপকূলিয় এলাকায় টেকসই বেড়িবাঁধ তৈরিও দায়িত্ব নেবে সেনাবাহিনী।

পরে সেনাপ্রধান হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা ও খুলনা জেলার উপকূলিয় এলাকা ঘুরে দেখেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version