Site icon suprovatsatkhira.com

মৌতলায় এক ব্যবসায়ীর করোনা শনাক্ত

মৌতলা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের মৌতলায় মনিরুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি মধ্য মৌতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং মৌতলা বাজারে অবস্থিত কাঁচামালের আড়ৎ ‘মেসার্স তুফান এন্টারপ্রাইজ’ এর মালিক। এনিয়ে কালিগঞ্জে মোট ১৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা মহিবুল্যা সুস্থ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার মৌতলা গ্রামের মৃত রজব আলীর ছেলে মনিরুল ইসলাম এর করোনা উপসর্গ দেখা দিলে গত ২৪ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাবে প্রেরণ করা হয়। শুক্রবার (২৬ জুন) তার রিপোর্ট পজিটিভ এসেছে। পরবর্তীতে পুলিশ সদস্যরা আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে দিয়েছে। তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
error
fb-share-icon
Exit mobile version