Site icon suprovatsatkhira.com

মুন্সিগঞ্জে আম্পান দুর্গত জেলে বাওয়ালি ও অসহায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে ভাঙন কবলিত মুন্সিগঞ্জ ইউনিয়নের দুর্গত জেলে বাওয়ালি ও অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। সুন্দরবন প্রেসক্লাব চত্বরে সোমবার (১৫ জুন) বিকেলে দুর্গত মানুষের মাঝে মুন্সিগঞ্জ সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উদ্যোগে আমেরিকার দি ইউনিভার্সিটি অফ টেক্সাসের প্রোফেসর জেসন কনস্ এর অর্থায়নে প্রথম পর্যায়ে গাবুরাতে ১শ’, দ্বিতীয় পর্যায়ে দাতিনাখালীতে ৭২, তৃতীয় পর্যায়ে মুন্সিগঞ্জে ৯৫ জন ভাঙন কবলিত জেলে বাওয়ালি ও অসহায় দুস্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে চিঁড়া, চিনি, মুড়ি, সেমাই, সাবান, খাওয়ার স্যালাইন, ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ ভাঙন কবলিত বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও সুন্দরবন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, কালীগঞ্জ রিপোটার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, শ্যামনগর রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সুন্দরবন বনজীবী উন্নয়ন সংস্থার সভাপতি জি এম মাছুম বিল্লাহ, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পীযূষ বাউলিয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন ও সদস্য সচিব আলম সরদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version