জুন ২৩, ২০২০
মাদকসেবীদের কবল থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার পিতা, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : পুত্রকে মাদকসেবীদের কবল থেকে রক্ষা করতে যেয়ে হামলার শিকার হয়েছেন পিতা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জের দুদলী নতুন হাটখোলা এলাকায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। লিখিত অভিযোগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের মৃত জেহের আলী গাজীর ছেলে শামছুর রহমান (৫৫) জানান, চরপানিয়া গ্রামের নাছির মোল্যার ছেলে শফিকুল ইসলাম (৩৫) একজন চিহ্নিত মাদকসেবী। প্রতিদিন তার বাড়িতে মাদক সেবনের আসর বসে। সেখানে মাদকসেবীসহ বিভিন্ন খারাপ লোকজনের নিয়মিত যাতায়াত। গত ২১/০৬/২০২০ তারিখ রবিবার বিকেলে তার ছেলে আহসান হাবীবকে (১৭) চরপানিয়া গ্রামে শফিকুল ইসলামের বাড়ির মাদকের আখড়ায় ডেকে নিয়ে যায় ওই গ্রামের আকবর হোসেনের ছেলে আলম হোসেন (১৬)। বিষয়টি জানতে পেরে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শামছুর রহমান দুদলী নতুন হাটখোলায় জনৈক সিরাজের চায়ের দোকানের সামনে মাদকসেবী শফিকুল ইসলামের সাথে এ ব্যাপারে কথা বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। এক পর্যায়ে সাংবাদিক পরিচয়দানকারী এক চিহ্নিত টাউটের ইন্ধনে শফিকুল ইসলাম, তার ভাই বাবুল মোল্যা (৩২) ও দুদলী গ্রামের সোহরাব হোসেনের ছেলে সাত্তার গাজী (২৮) পরস্পর সংঘবদ্ধ হয়ে শামছুর রহমানের উপর হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মারপিটে আহত হন শামছুর রহমান। বিষয়টি জানতে পেরে শামছুর রহমানের চাঁচাত ভাই বীর মুক্তিযোদ্ধা মুনসুর আলী এগিয়ে গেলে তাকেও মারপিট করতে উদ্যত হয় ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে তারা। এলাকাবাসীর সহযোগিতায় চিকিৎসা নিয়ে রবিবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শামছুর রহমান। এলাকার স্কুল, কলেজের শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের আখড়া ধ্বংস এবং চিহ্নিত মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী শামছুর রহমানসহ এলাকার সচেতন মহল। 9,023,673 total views, 221 views today |
|
|
|