নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরের কাশীমাড়ি ইউনিয়নে আম্পানে ক্ষতিগ্রস্ত ৪শ’ পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে সাংসদ পুত্র রাজীব বাহিনী কর্তৃক গত শনিবার সকালে সাতক্ষীরা জেলা বিএনপির আহŸায়ক সৈয়দ ইফতেকার আলী, যুগ্ম আহŸায়ক হবিবুর রহমান হবি, সাতক্ষীরার পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপর হামলা চালিয়ে নেতৃবৃন্দকে মারপিটে আহত করে ১০টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট গাড়ি ভাঙচুর করা হয়। বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন আশাশুনি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, আশাশুনি উপজেলা বিএনপির সহ সভাপতি হেদায়েতুল ইসলাম, চেয়ারম্যান আব্দুল হান্নান, নুরুল হক খোকন, গোলাম গণি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসান, যুবদলের সাবেক সভাপতি মশিউল হুদা তুহিন, যুবদল সভাপতি জাকির হোসেন বাবু, সেক্রেটারি খালিদুজ্জামান টিপু, কৃষকদল সভাপতি আমীর হোসেন বাদশা, ছাত্রদলের সাবেক সভাপতি আবু জাহিদ সোহাগসহ ছাত্রদল নেতৃবৃন্দ।
8,017,278 total views, 2,331 views today