জুন ১৮, ২০২০
বাগআঁচড়ায় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী করোনায় আক্রান্ত
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এক কর্মচারীর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ বলে রেজাল্ট এসেছে। বাগআঁচড়ার পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের কর্মরত ওই কর্মচারীর নাম মোজাফফার আহমেদ (৬২)। তিনি পেশায় একজন পিয়ন। মোজাফফার আহমেদের বাসা খুলনার ফুলতলায়। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের বাড়িতে বাসা ভাড়া থাকতেন। বাগআঁচড়া উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মতিয়ার রহমান জানান, গত চার দিন আগে মোজাফফার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন। আজ তার নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। কিন্তু এই খবর মোজাফফার ফোনে জানতে পেরে কর্মস্থল থেকে ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। করোনা ভাইরাস আক্রান্ত মোজাফফার যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি লাল কাপড় তুলে এবং সাইনবোর্ড লাগিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। 8,564,824 total views, 3,529 views today |
|
|
|