Site icon suprovatsatkhira.com

বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা শুধু ১৬ বছর পূর্তি নয় শতবর্ষ পূর্তিও পালন করবে-জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা থেকে প্রকাশিত ও বহুল প্রচারিত এবং পাঠক নন্দিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কেক কাটা ও আলোচনা সভা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের ২য় তলায় বঙ্গবন্ধু মিলনায়তনে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মহসিন হোসেন বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘সততা ও সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক আজকের সাতক্ষীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। হাঁটি হাঁটি পা পা করে দৈনিক আজকের সাতক্ষীরা ১৬ বছরে পদার্পণ করল তেমনি আরো বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সামনের দিকে এগিয়ে যাবে। দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা শুধু ১৬ বছর পূর্তি নয় শতবর্ষ পূর্তি ও পালন করবে ইনশাল্লাহ। ফেসবুকসহ অনেক স্যোসাল মিডিয়া তৈরি হলেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কমেনি। বরং প্রিন্ট মিডিয়ার কদর আরো বেড়েছে। করোনা প্রাদুর্ভাবের মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশা ও দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশে মহান স্বাধীনতা যুদ্ধে যেমন অনেক মেধা সম্পন্ন ব্যক্তিদের হারিয়েছি তেমনি করোনায় ও অনেক মেধা সম্পন্ন মানুষদের আমরা হারিয়েছি।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি.এম নুর ইসলাম, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মহসিন হোসেন বাবলু। পত্রিকার সমৃদ্ধি কামনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি ইন্দ্রজিৎ কুমার সাধু।
দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার স্টাফ রিপোর্টার এইচ.এম.এম মনোয়ার হোসাইন মোমিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবীব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version