জুন ২৬, ২০২০
বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষ সেরা সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক : বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের বর্ষ সেরা সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিভি নাট্য পরিচালক মো. মুছা করিমের পরিচালনায়, চিত্রশিল্পী ও চলচ্চিত্র অভিনেতা, তরুণ কুমার কান্তি সরকার উপস্থিতিতে বর্ষ সেরা শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কৃত শিল্পীরা হলেন, বর্ষ সেরা সংগঠক মো. আরিফুজ্জামান আপন, (সংগঠনে বিশেষ অবদান রাখার জন্য) বর্ষ সেরা নায়াক-আসিফুল আলম (আসিফ), আশার আলো নাটক বর্ষ সেরা নায়িকা মনিরা খাতুন, অন্তরে তুমি বর্ষ সেরা খলনায়াক খালিদুর রহমান বাচ্চু, ধোয়াশা বর্ষ সেরা অভিনেতা মো. নূরুল হুদা, ফুল ধোঁয়াশা বর্ষ সেরা অভিনেত্রী প্রভাষক ছন্দা রানী মন্ডল, ধোঁয়াশা বর্ষ সেরা পার্শ্ব অভিনেতা শেখ মনিরুল ইসলাম (মনির), ধোঁয়াশা বর্ষ সেরা পার্শ্ব অভিনেত্রী মোছা. আয়াশা খাতুন (খুকুমণি), ময়নার কথা বর্ষ সেরা গুনিশিল্পী অনুজিৎ কুমার মন্ডল, ঠিকানা লাল কোঠা বর্ষ সেরা কমেডিয়ান মো. ইব্রাহিম হোসেন, মানিক জোড় বর্ষ সেরা শিশুশিল্পী পপি মন্ডল, ময়ানার কথা বর্ষ সেরা নাট্য ব্যক্তিত্ব বন্ধন টেলিমিডায়ার সভাপতি অতুল কুমার ঘোষ অন্তরে তুমি। সম্মান সূচক পদ বন্ধন শিল্পী সংসদের সভাপতি মো. জিয়াউল হক (জিয়া), বর্ষ সেরা নাট্যকার মো. মুছা করিম, অন্তরে তুমি। এ সময় অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা বার্তা সম্পাদক এস কে কামরুল হাসান, সহ-সভাপতি প্রভাষক ফরিদ উদ্দিন মাসউদ, যুগ্ম সম্পাদক কবিরুল ইসলাম, সহ শিল্পী বৃন্দ স্বাস্থ্য বিধি মেনে করোনায় ঘর বন্ধী মানুষকে বিনোদন দেওয়ার জন্য লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 8,951,771 total views, 7,521 views today |
|
|
|