Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বাংলাদেশ সেনা বাহিনীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে সাতক্ষীরার তালা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
বুধবার (২৪ জুন) যশোর সেনানিবাসের ৯ ইস্ট বেঙ্গল এর তত্ত¡াবধানে ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্স এর পরিচালনায় তালা উপজেলার সরকারি কলেজ চত্বরে যশোর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল ফারহান মনির পিএসসি এর নেতৃত্বে ৫ সদস্যর ডাক্তার দল দিন ব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর মশিউর, মেজর আহসান, মেজর শামিমা, মেজর নাহিদ, মেজর সাবের ও ক্যাপ্টেন নওরিনসহ সেনা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। একই সাথে গর্ভবতী মায়েদের বিভিন্ন রোগের ৪০ প্রকার ঔষধ বিনা মূল্যে দেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version