নিজস্ব প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বৃহস্পতিবার দুপুরে উপজেলা চেয়ারম্যান লাল্টু তার কার্যালয়ে সাংবাদিকদের ডেকে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ‘কথিত সাংবাদিক পরিষদ নামের ফেসবুক পেজে দেখলাম একটি ভিডিও বার্তায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন সাহেব আমাকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া কথা বলেছেন। যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি (স্বপন) তার বক্তব্যে ৯ নম্বর ইউনিয়নের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে নাকি আমি গালিগালাজ করেছি! যেটা সম্পূর্ণ ভ্রান্ত, এর প্রমাণ দিতে হবে’। আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘আমি দলের (আ.লীগ) সাধারণ সম্পাদক ছিলাম, ছাত্রলীগের দায়িত্বে ছিলাম, যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। দুই বার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। বিগত পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছিলেন, কিন্তু স্বপন সাহেব সেসময় নৌকার বিপক্ষে কাজ করায় আমি পরাজিত হয়েছিলাম।
পরবর্তীতে দলের সাধারণ নেতা-কর্মীদের চাপ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে আমি নির্বাচন করে স্বপন সাহেবকে বিপুল ভোটে পরাজিত করে আমি নির্বাচিত হয়েছি।
আপনি (স্বপন) যেসব বড় জায়গার কথা বলে হুমকি-ধামকি দেন সেসব জায়গায় আমাদেরও সংযোগ আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘ওই রূপ বক্তব্য প্রচারের ক্ষেত্রে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। যেটা বস্তুনিষ্ঠ নয়। ফেসবুকধারী কথিত সাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকগণ বিভ্রান্তি ও বিব্রতের মধ্যে পড়ছেন। আমি তাদেরকে অপপ্রচারের বিষয়টি অবগত করলে কথিত সাংবাদিক পরিষদের একজন আরেকজনকে দেখাচ্ছেন। এসকল ঘটনায় আমি বিব্রত, সংক্ষুব্ধ। প্রয়োজনে মামলা করব, আইনের দ্বারস্থ হব’।
ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/