জুন ১৬, ২০২০
প্রচন্ড গরমে জয়নগরে বেড়েছে তাল শ্বাসের কদর
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : প্রচন্ড গরমে কলারোয়ার জয়নগর ইউনিয়ন সহ বিভিন্ন হাটবাজারে জমে উঠেছে মৌসুমি ফল তাল-শ্বাসের কদর। বেড়েছে বেচা বিক্রির ধুমও। তাল শ্বাসের মৌসুমি ব্যবসায়ীরা জানায়, ‘সকল শ্রেণির মানুষের প্রিয় তাল শ্বাস। জ্যৈষ্ঠ্যের ভ্যাপসা গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এ ফলটি। সহজলভ্য ও মুখরোচক হওয়ায় বিভিন্ন বয়সী, শ্রেণি পেশার মানুষের এ সময়ের পছন্দের ফল তাল শ্বাস। এ ফলটির রয়েছে বিভিন্ন রকমের ওষধি গুনও’। জয়নগরের আছাদুল ইসলাম জানান, ‘এ বছর আমি ১২টি তাল গাছ কিনেছি। প্রতিটি তাল গাছের তালের মূল্য ২শ’ থেকে ৩শ’ টাকা। তবে গাছ প্রতি ৫শ’ থেকে ৭শ’ টাকার তাল বিক্রি হতে পারে’। জয়নগরের কয়েকজন তাল শ্বাস ব্যবসায়ী জানায়, ‘প্রতিটি তালের পাইকারি দাম ৪ টাকা থেকে ৬ টাকা। সে হিসাবে প্রতি গাছের তাল ১৫শ’ থেকে ২ হাজার টাকা করে বিক্রি হবে’। জয়নগর বাজারে তাল শ্বাস কিনতে আসা আজগর আলী জানায়, ‘বাড়ির সবাই তাল শ্বাস পছন্দ করে এজন্য নিজের সাধ্যমত কিছু তাল শ্বাস কিনেছি। প্রতি পিছ তাল শ্বাস কিনেছি ৩ টাকা করে’। 7,969,319 total views, 2,953 views today |
|
|
|