নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার জন গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পাটকেলঘাটা বাজারের অধিকাংশ রাস্তাগুলো দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধিদের চরম অবহেলার কারণে বেহাল দশায় পরিণত হয়েছে। অবশেষে রাস্তার এ বেহাল দশা দেখে সংস্কার কাজে হাত বাড়াল পাটকেলঘাটা থানা পুলিশ।
পাটকেলঘাটার বাজারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির বেহাল দশা দেখে বাধ্য হয়ে নিজ উদ্যোগে পুলিশ সদস্যরা বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টা থেকে রাস্তা সংস্কার করতে নেমে পড়েন। পাটকেলঘাটা থানার বর্তমান অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদের বিভিন্ন মহতী উদ্যোগের অংশ হিসাবে জনগণের কল্যাণে তিনি রাস্তা সংস্কারের কাজে এগিয়ে এসেছেন। বাজারের পাঁচ রাস্তার মাড়, বল-ফিল্ড রোড, থানা রোড, কলেজ রোড সহ বিভিন্ন জায়গায় খানাখন্দে পরিণত জায়গায় ইটপাটকেল দিয়ে ভরাট করেন।
এসময় তিনি বলেন, সেবাই পুলিশের ধর্ম। সাধারণ জনগণের সমস্যা নিরসনে পুলিশ সবসময় পাশে আছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ সব সময় এগিয়ে আসবে। তালা-পাটকেলঘাটার সার্কেল এসপি হুমায়ুন কবিরের সার্বিক নির্দেশনায় আমরা এসকল মহৎ কাজের বাস্তবায়ন করছি। আগামীকালও বেহাল দশার বাকি রাস্তাগুলো সংস্কার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) জেল্লাল হোসেন, এস আই সাহাদাৎ হোসেন, সুব্রত কুমার সাহা, জয়বালা, এ এস আই অনুপম বিশ্বাস, গোলাম হোসেন প্রমুখ।