জুন ২১, ২০২০
পাটকেলঘাটায় জমি দখলের চেষ্টা প্রতিকার চেয়ে থানায় অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ভাই কর্তৃক ভাইয়ের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামে। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগের বিবরণে জানা যায়, জুজখোলা গ্রামের মৃত সুলতান মোড়লের পুত্র বাবর আলী মোড়ল (৬৫) ও আব্দুল মোড়লের পুত্র হাকিম মোড়ল (৫০) সম্পর্কে চাচাতো ভাই হওয়ার সুবাদে একই বাড়ির ভিতর দুইজন বসবাস করে আসছে। বেশ কয়েক বছর ধরে সেখানে বসবাস করতে করতে হাকিম মোড়লের লোলুপ দৃষ্টি পড়ে তার ভাই বাবর আলীর সম্পত্তির দিকে। সে তখন সু- কৌশলে তার ভাইয়ের জমির উপরে একটি অস্থায়ী ভাবে রান্নাঘর নির্মাণ করে। বৃদ্ধ বাবর আলী বার বার বাধা দিলেও সে তার কোন কথায় কর্ণপাত না করে রান্নাঘর নির্মাণ করতে থাকে। বাধ্য হয়ে বাবর আলী থানা পুলিশের আশ্রয় নেয়। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার (২১ জুন) সরেজমিনে বাবর আলী জানায়, তিন কন্যা ও জামাতাকে নিয়ে আমার সংসার। জুজখোলা গ্রামের রাজেন্দ্রপুর মৌজায় ১০০৭ দাগের ৭৩ শতকের মধ্যে ১৮শতক জমি আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ভিটা বাড়ির মধ্যে আমি একটি বসত ঘর নির্মাণ করে শান্তিতে বসবাস করছিলাম। কিন্তু আমার চাচাতো ভাই হাকিম রান্নাঘর করবে বলে আমার সম্পত্তি জোর পূর্বক দখল নিচ্ছে। আমার কোন পুত্র সন্তান না থাকার কারণে আমার জামাতা হাবিব তাদের কিছু বলতে গেলে তারা তাকে মারধোর ও অপমান করে। সকালে হাকিম আবার ভাড়াটে লোকজন নিয়ে রান্নাঘর নির্মাণ করতে গেলে আমি পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের এই দখল যজ্ঞ বন্ধ করে দেয়। এ বিষয়ে হাকিম মোড়লের সাথে কথা বললে তিনি বলেন, এই সম্পত্তির আমার কোন কাগজ পত্র নেই। আমি দখল সূত্রে দীর্ঘদিন ভোগজাত করে আসছি, তা এলাকার সবাই জানে। আমি ওখানে রান্নাঘর নির্মাণ করেই ছাড়ব। 7,963,583 total views, 6,808 views today |
|
|
|