নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার নলতায় একই পরিবারের ২ জন (বাবা ও মেয়ে) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা হলেন, নলতা মাজার শরীফ এলাকার হোমিওপ্যাথি ডা. কাশিনাথ দাশ (৬২) ও তার মেয়ে স্নিগ্ধা দাস (২৩)। উপজেলা প্রশাসন ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে।
সূত্র জানায়, গত ২৩ জুন তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর বুধবার (২৫ জুন) তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। কালিগঞ্জ থানার এস আই এমদাদুল হকের পরিচালনায় পুলিশ সদস্য ফয়সাল, সালাউদ্দীন ও নলতা ইউপি সচিব কামরুল হাসান, নলতা ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম লিডার আবু হাসান ও গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে বাড়ি লকডাউন করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/