জুন ২১, ২০২০
দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্র হস্তান্তর
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্র হস্তান্তর করা হয়েছে। রবিবার সকালে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠানটি দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নতুন ভবনের আসবাবপত্রগুলো হস্তান্তর করেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি আসবাবপত্রগুলো বুঝে নেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার আব্দুর রউফ, ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের বড় ছেলে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্রæতি অনুযায়ী দেশের সব উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। তারই আলোকে দেবহাটায় এ ভবন নির্মাণ হওয়ায় এখানে অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য সুপার মার্কেট ও কমপ্লেক্স নির্মিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান জানান, আগামী ২৮ জুন ২০২০ তারিখ রবিবার নতুন ভবনের উদ্বোধন করা হবে। তিনি উক্ত দিনে সকালে দেবহাটা উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দকে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন। 8,006,759 total views, 1,659 views today |
|
|
|