জুন ২১, ২০২০
দেবহাটায় সবজি-পুষ্টি বাগান তৈরীর লক্ষ্যে বীজ ও উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি: খরিপ ২০২০/২১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি –পুষ্টি বাগান স্থাপন করার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থপনায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা চত্বরে বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও উপকরণ তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা কৃষি অফিসার শরীফ মোঃ তিতুমীর, সম্প্রসারণ কৃষি কর্মকর্তা শওকাত ওসমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা মোস্তাক আহম্মেদ, ইব্রাহিম খলিল, আফজাল হোসেন, আহম্মেদ সাঈদ প্রমুখ। এসময় উপজেলার ১৬০জন কৃষকের মাঝে ১০ প্রকার সবজির বীজ ও উপকরণ বিতরণ করা হয়। 7,969,164 total views, 2,798 views today |
|
|
|