দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পারুলিয়া ইউনিয়নের চালতেতালা-রাঙ্গাশিশা টু সন্ন্যাসীর চক রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (IRIDP-2) এর আওতায় উক্ত কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি, উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম. প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, জেলা প্রকৌশলী দপ্তরের সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলীর দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সেলিম রেজা, মাসুম প্রমুখ।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/