জুন ২৮, ২০২০
দুই গ্রাম ডাক্তারের মৃত্যুতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা শাখার শোক
নাজমুল হক, পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে দুই গ্রাম ডাক্তারের মৃত্যুতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের সমবেদনা জানানো হয়েছে। মৃত্যুবরণকারী সাতক্ষীরা সদরের মুন্সিপাড়া আলীয়া মাদ্রাসা রোড সংলগ্ন এলাকার ডাক্তার সফিকুল ইসলাম (৬০)। শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেন। অপরদিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামের বাহারউদ্দিন সরদারের ছেলে ডাক্তার ওমর ফারুক (৫৩)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, ছয়দিন যাবৎ ডাক্তার ওমর ফারুক জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য আসেন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নলতা নামক স্থানে তিনি মারা যান। তাদের মৃত্যুতে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের সমবেদনা জানিয়েছেন পাটকেলঘাটা থানা শাখার সভাপতি গ্রা. ডা. হাদিউজ্জামান হাদি, সহ সভাপতি , ডা: মুজাহিদুল ইসলাম, ডা. মোহন সাধু, সাধারণ সম্পাদক ডা. রেজওয়ান উল্লাহ, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল কুদ্দুস, ডা. ছাত্তার, সাংগঠনিক সম্পাদক ডা. সাইদুর রহমান, প্রচার সম্পাদক সাগর, উপদেষ্টা মন্ডলী ডা. প্রভাষক নাজমুল হক, ডা. জামাল ঊদ্দিন, ডা. বাসুদেব সেন, ডা. আলাউদ্দিন, সমিতি অন্যান্য সদস্য মন্ডলী ডা. সুমন, ডা. হরিপদ মন্ডল, ডা. রাজীব ঘোষ, ডা. আব্দুর রাজ্জাক , ডা. বাসুদেব সেন, ডা. উত্তম সাধু প্রমুখ। 7,988,825 total views, 592 views today |
|
|
|