জুন ২৩, ২০২০
দরিদ্র শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন শ্যামনগর ও দেবহাটার ইউএনও
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলাকাঠি গ্রামের রবিউল ইসলামের শিশু পুত্র সুমন (১৩ মাস) খেলতে গিয়ে চোখের ভিতর কাচের টুকরো ঢুকিয়ে ফেলে। শিশুটির পিতা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পরামর্শ নিলে কর্তব্যরত ডাক্তার দ্রæত খুলনা অথবা ঢাকায় নিয়ে অপারেশন করানোর পরামর্শ দেন। শিশুটির পিতা গরিব ও অসহায় হওয়ায় তার চিকিৎসা করাতে না পারায় উপজেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেদন জানাতে থাকে। মঙ্গলবার (২৩ জুন) স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম শিশুটি এবং তার মাতাকে নিয়ে শ্যামনগর সদরে মানুষের কাছে সাহায্যের আবেদন চাওয়ার প্রাক্কালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী বলেন, আমি এবং দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বাচ্চাটির চিকিৎসার ভার গ্রহণ করলাম। এ সময় সিডিও ইয়ুথ টিমের সদস্যরা শিশুটিকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে যান। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এ সময় শিশুটির মা এর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল হাই সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মহসিন কলেজ ইউনিট সভাপতি নাইম,সদর ইউনিট সভাপতি আনিসুর রহমান মিলন সহ অনেকে। 8,952,871 total views, 8,621 views today |
|
|
|