জুন ১৯, ২০২০
তালায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের পক্ষ থেকে তালা উপজেলায় করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান,কৃষক দলের সভাপতি আলী হোসেন প্রমুখ। বিএনপি নেতারা এ সময় বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলার ১২টি ইউনিয়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। 8,022,513 total views, 73 views today |
|
|
|