জুন ৩০, ২০২০
তালার মাদরায় মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাদরা এলাকার একটি মৎস্য ঘের থেকে গৌরঙ্গ রায়(৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে তালা থানা পুলিশ। নিহত ওই যুবক মাদরা গ্রামের শ্রীকান্ত রায়ের ছেলে। তালা উপজেলার ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হিরণ্ময় মন্ডল জানান, ‘সোমবার (২৯ জুন) বিকালে উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের একটি মৎস্য ঘের থেকে নিহত গৌরঙ্গ রায়ের লাশটি উদ্ধার করা হয়। নিহত গৌরঙ্গ রায়ের সাথে মাগুরা ইউনিয়নের এক ব্যক্তির সাথে ঝামেলা চলছিল। সে কারণে হয়েছে কিনা দেখা দরকার। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি’। পুলিশ জানায়, ‘নিহত ওই যুবকের স্ত্রী ঘেরের টোং ঘরে গিয়ে গলায় নেট (দড়ি) পরানো অবস্থায় দেখতে পায়। এ সময় তারা তালা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। তালা থানার ওসি (তদন্ত) সেকেন্দার আলী জানান, ‘এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা লাশের ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই সেটা নিশ্চিত হওয়া যাবে’। 7,988,046 total views, 4,316 views today |
|
|
|