Site icon suprovatsatkhira.com

তালার মাগুরা থেকে জেঠুয়া সড়কের বেহাল দশা

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চারিখাদার মোড় থেকে জেঠুয়ার মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘ দিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির এতই ভগ্ন দশা যে প্রায় দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাগুরা ইউনিয়নের চারিখাদা ধূলন্ডা হয়ে জেঠুয়া মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘদিন সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়া ভাঙাচোরা সড়কটিতে অল্প বৃষ্টি হলেই পানি জমে থাকে। এর ফলে রাস্তায় কোথায় ভালো, কোথায় খারাপ তা বোঝা যায় না। পুরো সড়কটির পিচ উঠে গিয়ে খোয়া পর্যন্ত উধাও হয়ে গেছে। সড়কটি দিয়ে চলাচলকারী ছোট বড় যানবাহন প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তাটি দিয়ে মানুষ পাটকেলঘাটা, সাতক্ষীরা, কপিলমুনি বাজার, তালা সদর, জেঠুয়া বাজারসহ বিভিন্ন স্থানে চলাচল করে। স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, রাস্তাটি দীর্ঘদিন সংস্থার হয়নি। ফলে এই অবস্থা।
ইঞ্জিন ভ্যান চালক নিবাস বিশ্বাস জানান, প্রায় এই সড়কে দুর্ঘটনা ঘটে। সড়কটির ভগ্নদশা দীর্ঘদিন। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত পান বোঝায় নিয়ে কপিলমুনি বাজার, জেঠুয়া বাজার, যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হতে হয়।
স্থানীয় ইউপি সদস্য আবদার আলি বিশ্বাস জানান, সড়কটির গত ৩ বছর ধরে এমন অবস্থা। কিন্তুু সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয় না। রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে। এতে দুর্ভোগের সীমা নেই।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ জানান, রাস্তাটি সরেজমিনে দেখেছি। রাস্তাটির আসলেই অনেক খারাপ অবস্থা। উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ এমপি মহোদয়ের সাথে কথা বলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসী দ্রæত রাস্তাটি সংস্কারের দাবি জানান।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মাজেদ মোল্যা জানান, বরাদ্ধ প্রাপ্তী সাপেক্ষে আহামী অর্থ বছরে রাস্তাটি সংস্কারের কাজ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version