নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী আরশাদ আমিনের মোড় হতে টেংরাখালী ফরেস্ট অফিস সংলগ্ন রাস্তাটির বেহাল দশা, যেন দেখার কেউ নেই। সরজমিনে দেখা যায়, উক্ত রাস্তাটি একে বারে জরাজীর্ণ অবস্থায় আছে ।
বর্তমান ভারী বর্ষার কারণে রাস্তাটি পানিতে ডুবে গেছে। পানি চলাচলের পথ বন্দ থাকায় রাস্তা হতে ইট বালু সরে গিয়ে গর্তে পরিণত হয়েছে। যার কারণে ভ্যান, বাই সাইকেল, মটর সাইকেলসহ সাধারণ মানুষের চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে । উক্ত রাস্তা দিয়ে বিভিন্ন পেশা শ্রেণির মানুষ চলাচল করে। বর্তমানে রাস্তাটির উপর হাঁটু সমান পানি। যার ফলে রাস্তাটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এলাকাবাসী জানায়, রাস্তাটি দীর্ঘ বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় আছে। মাঝে মধ্যে জোড়াতালি দিয়ে রাস্তাটি সংস্কার হলেও বর্ষায় তা আবার নষ্ট হয়ে যায়। এলাকা বাসির দাবি যাতে করে উক্ত রাস্তাটি দ্রæত সংস্কার হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জন প্রতিনিধিদের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বর্তমান প্রচুর পরিমাণে বর্ষা হচ্ছে। যার ফলে এলাকার বিভিন্ন রাস্তায় পানি জমাট বেঁধেছে। আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে জরাজীর্ণ রাস্তা গুলো সংস্কারের জন্য চেষ্টা করছি।