সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : বুড়িগোয়ালিনী ছাত্রলীগের অফিস নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল। বুড়িগোয়ালিনীতে ছাত্রলীগের স্থায়ী কোন কার্যালয় না থাকায় নতুন অফিস নির্মাণের লক্ষে ৯ হাজার টাকা প্রদান করেন ওই ইউপি চেয়ারম্যান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসাইনের হাতে এ নগদ অর্থ প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ‘বর্তমান ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগঠনের স্থায়ী কার্যালয়ের জন্য দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। তাদের যৌক্তিক দাবিতে ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিসের জন্য এ অর্থ প্রদান করেছি’।
এ সময় সমাজসেবা সম্পাদক বুলবুল হোসেন, বাপি মন্ডল ও রায়হানুল হক রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/