জুন ১৩, ২০২০
ঘোনায় বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবস
নিজস্ব প্রতিনিধি : বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকালে সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ছনকা এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্রের আয়োজনে বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. রোক্নূজ্জামান। এ সময় তিনি বলেন, ‘বাড়তি ফসল হিসেবে বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষ করে কৃষকরা অধিক ফলন পাচ্ছে ও লাভবান হচ্ছে। বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষ করে সাফল্য পেয়েছে কৃষক। প্রতি হেক্টর জমিতে ২.৬ মে. টন বাদাম উৎপাদন করছে কৃষক। ফলে এই এলাকার অনেক কৃষক বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ চাষে আগ্রহ প্রকাশ করছে। এই এলাকার অনেক কৃষক অধিক ফলনে বিনা উদ্ভাবিত বীজ ব্যবহার করছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে ও অধিক ফসল উৎপাদনে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেও দেশের খাদ্য শস্য উৎপাদনে কৃষকরা তাদের কৃষি কাজ অব্যাহত রেখেছে।’ বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার কষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ প্লাবনী সরকার, বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম রেজা, ফার্ম ম্যানেজার মো. ফররুখ আহমেদ, উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন বিনা উদ্ভাবিত উচ্চ-ফলনশীল বিনা চীনাবাদাম-৪ এর চাষি অভিজিৎ মন্ডল ও কৃষক রাজিব মন্ডল প্রমুখ। মাঠ দিবসে ৬০ জন কৃষক-কৃষাণী ও কৃষি কর্মকর্তারা অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রিপন হোসেন। 8,955,911 total views, 11,661 views today |
|
|
|