খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে জাটকা নিধন ও বিক্রয় থেকে বিরত থাকার লক্ষে আর্থিকভাবে সংকট চলাকালীন সময়ের জন্য নিবন্ধিত জেলেদের মাঝে ৫৬কেজি করে সরকারি চাউল বিরতন করা হয়েছে।
রবিবার (১৪ মে) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ চত্তরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে চাউল বিতরণ শুভ উদ্বোধন করেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল।
এসময় খাজরা ইউনিয়ন ট্যাগ অফিসার আশাশুনি উপজেলা পঃ পঃ অফিসার জাহাঙ্গীর আলমের পক্ষে খাজরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দুলাল চন্দ্র বৈদ্য,জাতীয় মৎস্য সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি এসএম রফিকুল ইসলাম,কেন্দ্রীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শিবপদ মন্ডল,আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী,ইউপি সদস্য অনুপ কুমার,উত্তম মন্ডল,দিপক সানা,সুবোধ মন্ডল, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল জানান,ইউনিয়নে তালিকাভুক্ত ৫শ ৯ জন মৎস্যজীবিদের মাঝে এ সরকারি ২৮.৫০৪ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে।