Site icon suprovatsatkhira.com

খাজরায় প্রথম করোনা জয়ী পরিবারকে ফুলেল শুভেচ্ছা

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে তুয়ারডাঙ্গা গ্রামে প্রথম করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে একটি পরিবার বাড়ি ফিরায় আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার(১৪মে) দুপুরে তুয়ারডাঙ্গা গ্রামের প্রভাস চন্দ্র গাইনের ছেলে সঞ্জয় গাইন,পুত্র বধু শিউলি গাইন,সঞ্জয় গাইনের শিশু পুত্র হৃদয় গাইনকে আশাশুনি উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল,ফল ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে পরিবারটিকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুনা বিশ্বাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান,খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল উপস্থিত থেকে করোনা জয়ীদের স্বাগত জানান। আশাশুনি স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া সঞ্জয় গাইন ১ মাস চিকিৎসাধীন থেকে নমুনা পরীক্ষা করা হলে ১৩/৬/২০২০ তারিখে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্তদের শরীরে আর উপসর্গ না থাকায় স্বাস্থ্য বিভাগ ওই পরিবারটিকে সুস্থ হওয়ার ছাড়পত্র দেয়। তবে তাদের বাড়িতে থেকে স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক ব্যবহার করে সাবধানের সাথে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version