জুন ২২, ২০২০
খলিষখালী ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি : পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও গণসচেতনতায় মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১১ টায় খলিষখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে মাস্ক বিতরণ অতপর সরকারী পতিত জমিতে বৃক্ষ রোপণ করা হয় । ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর হোসেন ময়নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মশিউল আলাম সুমন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল খলিষখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল জলিল, হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক তারেক আজিজ সম্রাট, সাংগঠনিক সম্পাদক বচ্চন বাছাড়, ইন্দ্রজিৎ মন্ডল প্রচার সম্পাদক রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক আনারুল সরদার, সদস্য কপিল দেব বাছাড়, তুষার মন্ডল প্রমুখ। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে ১শত পিচ মাস্ক বিতরণ ও সামাজিক বনায়ন রক্ষার্থে ১০ টি বৃক্ষ রোপণ করা হয়। তাদের এই সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটির একাধিক নেতৃবৃন্দ। 8,022,428 total views, 2,052 views today |
|
|
|